কিশোরগঞ্জের কটিয়াদীতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত রাখতে এবং মহান ভাষা শহীদ ও চব্বিশে গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধ্যা নিবেদনের জন্য উপজেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধ নির্মাণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এর উপজেলা-২ শাখা হইতে ২০,৬৯,৩৬৩/-(বিশ লক্ষ উনসত্তর হাজার তিনশত তেষট্টি) টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।
রবিরার সকাল ১১:০০টায় কটিয়াদী উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে উপজেলা পরিষদের পাশেই উন্মুক্ত স্থানে উপজেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. মাঈদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জাল হোসেন খাঁন দিলীপ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুডি কমান্ডার মো. ইসরাঈল মিয়া, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিটু, মো. শফিকুল ইসলাম ফুলু, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. তাসরিফুল হাসিবসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. মাঈদুল ইসলাম বলেন, আমি কটিয়াদীতে যোগদানের পর থেকে দেখলাম কটিয়াদীতে বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের জন্য কেন্দ্রীয় কোন স্মৃতি সৌধ নেই। সেই লক্ষ্যে কাজ শুরু করেছিলাম যাতে আমাদের একটি কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মাণ করা যায়। অবশেষে আজ কেন্দ্রীয় স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর মুক্তিযোদ্ধা, মহান ভাষা আন্দোলন ও চব্বিশে গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধ্যা নিবেদনের জন্য উপজেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে কটিয়াদী বাসীর অনেকদিনে আশা ও প্রত্যাশা পুরণ হবে।
Leave a Reply